শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

৭ দেশের সোয়া কোটির হ্যান্ডবলে

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের মাটিতে টুর্নামেন্ট, আর তাই আইএইচএফ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে খেলাই লক্ষ্য বাংলাদেশ পুুরুষ ও মহিলা হ্যান্ডবল দলের। দেশগুলো হলো- স্বাগতিক বাংলাদেশসহ আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা এই সাত দেশের অংশগ্রহনে টুর্নামেন্টটি ম্যাটে গড়াবে আগামীকাল থেকে। ইতিমধ্যে শ্রীলংকা ও পাকিস্তান দল ঢাকায় এসে পৌঁছেছে। বাকিরা আজকের মধ্যেই এসে পড়বে বলে জানিয়েছে টুর্নামেন্ট কমিটি। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে রাখা হয়েছে। বাজেট ধরা হয়েছে এক কোটি ১৩ লাখ ৯৬ হাজার টাকা। যার মধ্যে আইএইচএফ ৬৪ লাখ টাকা এবং প্রধান পৃষ্ঠপোষক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিচ্ছে ২৫ লাখ টাকা। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এ সময় ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিওএ’র উপ মহাসচিব আশিকুর রহমান মিকু ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন