শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বগুড়ার কাহালুতে পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধ’ : ৩ ডাকাত গ্রেফতার

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার কাহালুর পল্লীতে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ । তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার দূর্গাপুর এলাকায় এঘটনা ঘটে । গুলিবিদ্ধ ডাকাতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
ডাকাতরা হলেন, কাহালুর উপজেলার আটরাল গ্রামের মৃত ওসমান গণির ছেলে মোস্তফা (৪০), চকদূর্গাপুরের ইসমাইল হোসেনের ছেলে মো. বিপুল (৩০) ও গাবতলীর কদমতলী এলাকার আব্দুর রহিমের ছেলে মন্টি(৩৫)।
পুলিশের একটি সুত্র জানায়, শুক্রবার ভোরে কাহালু উপজেলার দূর্গাপুর এলাকায় পুলিশের একটি টহল দল সেখানে গেলে তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাবার চেষ্টা করে ডাকাতরা । পুলিশও তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে এবং পরে গুলিবৃদ্ধ অবস্থায় তাদের ৩ জনকে আটক করে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয় বলে পুলিশ জানায় ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন