শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ইসলামিক গেমসে নারী হ্যান্ডবল দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আগামী বছরের ৯ থেকে ১৮ আগষ্ট পর্যন্ত তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। এই গেমসে থাকছে নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় বাংলাদেশ নারী হ্যান্ডবল দল অংশ নিতে পারে। তথ্যটি গতকাল জানান বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। যদিও বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যে এ সম্পর্কিত একটি সিদ্ধান্ত আসবে। গতকাল শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী স্টেডিয়ামে যুব হ্যান্ডবল টুর্নামেন্টের সংবাদ সম্মেলন তথ্যটি জানান কোহিনূর। যদি বাংলাদেশ ইসলামিক সলিডারিটি গেমসে খেলতে পারে, তাহলে এই গেমসে লাল-সবুজের নারী হ্যান্ডবল দলের এটাই প্রথম অংশগ্রহণ হবে। এদিকে আজ থেকে শুরু হচ্ছে ওয়ালটন অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা হ্যান্ডবল টুর্নামেন্ট (যুব হ্যান্ডবল)। বালকদের গ্রæপে ১২টি ও বালিকাদের গ্রæপে খেলবে ৮টি দল। স্বাস্থ্যবিধি মেনেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানান কোহিনুর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন