জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার নিউইয়র্কে এসে পৌঁছেছেন। তিনি বিশেষ একটি বিমানে জেএফকে অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা প্রধানমন্ত্রীকে ভিভিআইপি লাউঞ্চে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্টে আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জেএফকে বিমানবন্দরের চার নম্বার টার্মিনালের একপাশে ‘ওয়েলকাম সমাবেশ’ করে। অপরদিকে, যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কমীঁরা একই টার্মিনালের অপর প্রান্তে ‘ভোটারবিহীন নির্বাচনের প্রধানমন্ত্রী’ আখ্যায়িত করে বিক্ষোভ সমাবেশ করে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং সরকারের পক্ষে নানা শ্লোগান দেন।
অপরদিকে, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্র-এর আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু ও সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে বিপুলসংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতা-কমীঁ উপস্থিত ছিলেন। এসময় তারা সরকার বিরোধী নানা শ্লোগান দেন। এসময় বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদের নেতৃত্বে যুবদল, সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন