শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বুয়েটে ফলিং ওয়ালস ল্যাব অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গত ৭ অক্টোবর শুক্রবার বুয়েটে অনুষ্ঠিত হয়ে গেল জার্মানভিত্তিক বিজ্ঞান সংগঠন ফলিং ওয়ালস ল্যাব বাংলাদেশ-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বুয়েট তড়িৎ প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আহমেদ ইমতিয়াজ হুমায়ুন। দৃষ্টি প্রতিবন্ধীদের চলাফেরায় সহায়তা করতে সক্ষম একটি যন্ত্রের উদ্ভাবন এবং বাজারে বিদ্যমান সমতুল্য ডিভাইসগুলোর চেয়ে কম দামে সেটি বাজারজাতকরণের সুযোগ ও সম্ভাবনা নিয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন। আগামী ৮ নভেম্বর জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিতব্য ফলিং ওয়ালস ল্যাবে তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশের ৫টি ক্যাম্পাসে এর এক্টিভেশন প্রোগ্রাম চলে, যার শুরুটা হয়েছিল গত ১০ মে বুয়েটে। সারাদেশ থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় গত শুক্রবার। বিভিন্ন সেক্টরের ছাত্র, ফ্যাকাল্টি, প্রফেশনালগণ তাদের নিজ নিজ আইডিয়া এবং প্রোটোটাইপ বিচারকমÐলীর সামনে উপস্থাপন করেন। বিজয়ীদের মধ্যে বুয়েটের ওবায়দুর রহমান এবং সিমপ্লেক্স হাবের মোঃ রাহাতুর রহমান যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করেন। অনুষ্ঠানে বিচারক ছিলেন বুয়েটের অধ্যাপক এবং ডবিøউআরই বিভাগের প্রধান ড. মোঃ আতাউর রহমান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আশিকুর আজিম, জিপি এক্সিলারেটরের প্রধান মিনহাজ আনোয়ার, জিরো টু ইনফিনিটির সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ এবং মিডিয়া মিক্স কম্যুনিকেশনের সিইও আব্দুল্লাহ হাসান। বিজ্ঞানভিত্তিক পত্রিকা জিরো টু ইনফিনিটি› বাংলাদেশে ফলিং ওয়ালস ল্যাবের আয়োজক। সহায়তায় ছিল বুয়েট এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইডিসি), ইয়ুথ কার্নিভাল, বাংলাদেশ সায়েন্স সোসাইটি এবং ফিউচার স্টার্টআপ। উল্লেখ্য, ফলিং ওয়ালস ল্যাব এমন একটা আন্তর্জাতিক ল্যাব যেটা তরুণ বিজ্ঞানমনস্কদের বিজ্ঞান নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে। এখানে একসাথে স্টুডেন্ট, ফ্যাকাল্টি, উদ্যোক্তা কিংবা প্রফেশনালগণ তাদের রিসার্চ ওয়ার্ক, বিজনেস মডেল, কিংবা আইডিয়া উপস্থাপন করতে পারেন জুরিবোর্ডের সামনে। সারা বিশ্ব থেকে বাছাইকৃত ১০০ জন তরুণ তাদের আইডিয়া উপস্থাপনের সুযোগ পান প্রতিবছর ৮ নভেম্বর। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বার্লিন যাওয়ার সুযোগ পাচ্ছেন আহমেদ ইমতিয়াজ হুমায়ুন।
-প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন