মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

গোদাগাড়ীতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ সার বিতরণ

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটারিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওয়তায় বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদ নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো: ইসহাক। পৌর যুবলীগের সভাপতি প্রভাষক আকবর আলীর সঞ্চলনায় বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার তোফিকুর রহমান, গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। প্রধান অতিথি ওমর ফারুক চৌধুরী বলেন, এখন কৃষকদের সার বীজের জন্য আর প্রাণ দিতে হয় না, হয়রানীর স্বীকার হতে হয় না, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের দিয়ে সোনার মাঠে ফসল ফলিয়ে সোনার বাংলা গড়তে চাই। সারাদেশে তিনি ১শ’টি কৃষি জোন এলাকা নির্ধারণ করেছেন যেখানে লাখ লাখ লোকের কর্মসংস্থান হবে। গোদাগাড়ীতে এ আমূলে কৃষিতে ২ কোটি ৫০ লাখ টাকা এবং সারা দেশে ৪২ হাজার কোটি টাকা ভুর্তকি দেয়া হচ্ছে। গোদাগাড়ীর ২ হাজার ৮শ’ ৫ জন কৃষকদের মাঝে প্রতি বিঘার জন্য ২০ কেজি ডিএপি, ১ কেজি এমওপি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ১ হাজার ৫শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা বীজ, ৪শ’ ২৫ জনের মাঝে ভুট্টা বীজ, ৭শ’ ৬০ জনের মাঝে গম বীজ, ৩০ জনের মাঝে তৈল বীজ এবং ৪০ জনের মাঝে মুগ বীজ বিতরণ করা হচ্ছে। উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার ওসি হিফজুর আলম মুন্সি, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার আলী, প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, আব্দুর রহমানসহ কৃষক ও স্থানীয় সুধিজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন