টঙ্গীতে এস.এস ষ্টীল কারখানায় লোহা গলানো সময় অগ্নিদগ্ধ হয়ে ৫ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছে- মুনতাহির মাহমুদ (২৮), বিল্লাল হোসেন (৩৮), সাগর আলী (৩৫), সোহেল মিয়া (৩৮) ও আসাদুল্লা (৪৫)। আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত এস.এস ষ্টীল মিলকারখানায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পশ্চিম থানার এসআই মো. জিয়াউর রহমান জানান, লোহাকে গলানোর জন্য চুম্বোকের সাহায্যে আগুনের চুল্লিতে ফেলানোর সময় অসাবধানবসত আগুনের ফুলকি এসে শ্রমিকদের গায়ে লাগে। এতে পাঁচ শ্রমিক আহত হয়।
এস.এস ষ্টীল মিলের জেনারেল ম্যানেজার রাসেল বাবু জানান, কারখানায় লোহা গলানোর সময় পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন