শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৭:২৩ পিএম

শুক্রবার বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার।


বাংলাদেশ কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুক্রবার সককারি বিএম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএম কলেজের প্রিন্সিপাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। সভায় কৃষি ব্যাংকের বরিশাল বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ ছাড়াও কবর্মকর্তাগন ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে অভিযোগ প্রতিকার সহ ব্যবস্থাপনা বিষয়ে স্টেক হোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার কৃষি বান্ধব বর্তমান সরকারের কৃষকের দোর গোড়ায় কৃষি ঋণ পৌঁছে দেয়া সহ সময় মত ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন, কৃষি ঋণ প্রদান যেমন কৃষি ব্যাংকের দায়িত্ব, তেমনি কৃষক যাতে সময়মত ঋণ ফেরত দিতে পারে সেক্ষেত্রে তদারকি সহ তাদের সঠিক পরামর্শও প্রদান করা যেতে পারে। সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি ঋণ প্রাপ্তিতে কৃষকরা যাতে কোন ধরনের হয়রানীর শিকার না হয়, সেলক্ষ্যে প্রতিটি কর্মকর্তাকে সজাগ দৃষ্টি রাখারও নির্দেশ দেন ব্যবস্থাপনা পরিচালক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন