মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হকির ক্লাব কাপ ৭ অক্টোবর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫২ এএম

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন আসর নানা কারণে পিছিয়েছে বারবার। তবে এবার ক্লাব কাপ টুর্নামেন্ট ৫ দিন এগিয়ে ৭ অক্টোবর নতুন মৌসুম শুরু করার ঘোষণা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।
ক্লাব কাপ টুর্নামেন্ট পাঁচ দিন এগিয়ে আসায় ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগও পাঁচ দিন এগিয়ে এসেছে। ক্লাব কাপ শেষ হওয়ার তিন দিন পর টার্ফে গড়াবে প্রিমিয়ার লিগ। সম্প্রতি বাহফের লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ প্রসঙ্গে বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ গতকাল বলেন,‘ডিসেম্বরে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবো। আন্তর্জাতিক এই টুর্নামেন্ট উপলক্ষ্যে জাতীয় দলের প্রস্তুতি ও সাংগঠনিক নানা বিষয় রয়েছে। এজন্য আমরা পাঁচ দিন করে ঘরোয়া সুচি এগিয়ে এনেছি। ক্লাবগুলো জাতীয় স্বার্থ বিবেচনা করে এতে রাজি হয়েছে।’
প্রিমিয়ার লিগ প্রায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে। শুধুমাত্র বাহিনীর খেলোয়াড়রা ছাড়া অন্যরা হকি স্টিক ছুঁয়েও দেখেননি এ সময়ে। নতুন মৌসুম উপলক্ষ্যে মাত্রই দলবদল কার্যক্রম শেষ হয়েছে। অল্প সময়ের প্রস্তুতিতে ক্লাব কাপে অংশ নেয়া ক্লাবগুলোর জন্য কষ্টসাধ্যই। তারপরেও তাদের খেলতে হবে নিজেদের ও দেশের স্বার্থে। এ প্রসঙ্গে মোহামেডান হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স গতকাল বলেন, ‘আমরা কোটি টাকার উপর খরচ করে দল গড়েছি। দুই সপ্তাহ প্রস্তুতি যথেষ্ট নয়। এর মধ্যে বিদেশি খেলোয়াড় আনার বিষয়ও রয়েছে। তবে জাতীয় স্বার্থ বিবেচনায় আমরা রাজি হয়েছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন