শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ওরস হচ্ছে না সিলেটে শাহপরাণ (রহ.) মাজারে!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৩:২৭ পিএম

করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার ওরস মোবারক হচ্ছে না সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে। গত মঙ্গলবার হযরত শাহপরাণ (রহ.) মাজারের মোতাওয়াল্লী মামুনর রশিদ চৌধুরী সভাপতিত্বে ও মো: ফিরুজ মিয়া, খাদিম গাজী ফরিদ মিয়ার পরিচালনায় মাজার কমিটির অনুষ্ঠিত সভায় গৃহীত হয় এ সিদ্ধান্ত। সভায় জানানো হয়, প্রতি বছরের মতো আগামী ১১, ১২ ও ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী মোতাবেক (৪, ৫ ও ৬ অক্টোবর) ৩ দিনব্যাপী ওরস হওয়ার কথা ছিল। সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ বছরও হচ্ছে না ওরস মোবারক। সভায় উপস্থিত ছিলেন, খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মো. আহাদ মিয়া, মো. রনজু মিয়া, মো. জিহান আহমদ, মো. জাহিন আহমদ, মো. আহমদ প্রমুখ। সভায় ভক্তদের এবার ওরস মোবারকে শরিক হতে না পারায় মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। মহামারী চলে গেলে আগামীতে যথানিয়মে ওরস মোবারক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর আগে একই কারণে হযরত শাহপরান (রহ.) মাজারের হয়নি ওরসও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন