শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

গাজীপুরে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সচেতনতামূলক কর্মশালা

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সচেতনতামূলক এক কর্মশালা রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিপিটিইউ-এর পরিচালক মো: আজিজ তাহের খান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেল শেখ।
বক্তব্য রাখেন গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: আমিরুল ইসলাম খান, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারওয়ার জাহান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডি এম নাহীন রেজা, প্রফেসর এম এ বারী, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, ঠিকাদার লতিফুল ইসলাম টিপু প্রমুখ। কর্মশালায় বিভিন্ন দফতরের প্রকৌশলী, প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন