শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

৭২৫ কোটি টাকা ব্যয়ে প্লান্ট স্থাপন করবে বিএসআরএম স্টিল

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন গলন প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, নতুন গলন প্লান্টের উৎপাদন ক্ষমতা হবে ৪ লাখ ৩০ হাজার মেট্রিক টন। এমএস বিলেটস স্থাপন করা হবে সোনাপার, মিরসরাই, চিটাগংয়ে। এই প্রকল্পের আনুমানিক ৭২৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। Ñওয়েবসাইট
লভ্যাংশ সংক্রান্ত সভা করবে স্কয়ার ফার্মা
ইনকিলাব ডেস্ক : পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। ঘোষণা অনুযায়ী ১৬ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হবে কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ওইদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানির নিজস্ব অফিসে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় এপ্রিল ’১৫ থেকে জুন ’১৬ সমাপ্ত সময়ের অর্থাৎ ১৫ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, ১৯৯৫ সালে তালিকাভ্ক্তু হওয়া এ কোম্পানিটি ২০১৫ সমাপ্ত অর্থবছরে ৩০ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিলো। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন