শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মহিলা উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক কর্মশালা

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এআইবিটিআরআই) এর উদ্যোগে এক কর্মশালা গত ৮ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। ট্রেইনিং ইনস্টিটিউট-এর প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহম্মেদ খান এবং ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের নির্ধারিত নারী উদ্যোক্তাবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, একটি শরীয়াহ্ভিত্তিক আধুনিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক নারীর উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করে। তিনি বলেন, নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশে অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব। তিনি সকলকে দেশ ও জাতির স্বার্থে প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ ক্ষেত্রে যথাযথ প্রয়োগের পরামর্শ প্রদান করেন।-প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন