নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে তিনদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এএইচএম শহীদউল্লাহ, পিএসসি (অব.)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. কামরুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসনিক) মেজর জুলফিকার হায়দর (এলপিআর), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো: আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও কর্মশালার আহŸায়ক ড. মো. সাজ্জাদ হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মীর মো. আকরামুজ্জামান প্রধান প্রশিক্ষক হিসেবে এ কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় ফলপ্রসূ শিক্ষা প্রদানের বিভিন্ন কলা-কৌশল শিক্ষকদের হাতে কলমে শেখানো হয়। এই কর্মশালায় বাউয়েটের ৪টি অনুষদের নতুন নিয়োগপ্রাপ্ত ২৫ জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন