শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মোহামেডান-আবাহনী একই গ্রুপে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

ক্লাব কাপ টুর্নামেন্ট দিয়ে প্রায় তিন বছর পর সরব হচ্ছে ঘরোয়া হকি। আগামী ৭ অক্টোবর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের নীল টার্ফে গড়াচ্ছে ক্লাব কাপ। মৌসুমসূচক টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল গ্রুপিং ও ফিকশ্চার চুড়ান্ত করেছে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) প্রিমিয়ার ডিভিশন লিগ কমিটি। ক্লাব কাপে ৮ টি দল খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপে মোহামেডান ও আবাহনীর সঙ্গে আছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ও নবাগত পুলিশ এসসি। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সোনালী ব্যাংক, আজাদ স্পোর্টিংও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।
এবারের ক্লাব কাপ টুর্নামেন্টে খেলছে না প্রিমিয়ার লিগের চার ক্লাব যথাক্রমে সাধারণ বীমা, ওয়ারি ক্লাব, দিলকুশা স্পোর্টিং ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। আগামী বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান ও অ্যাজাক্স এবং বিকাল ৪টায় দ্বিতীয় ম্যাচে আবাহনী খেলবে পুলিশ এসসির বিপক্ষে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন