সদর উপজেলার কালিতারা এলাকায় বালুবাহি ট্রাক ও মোটরসাইকেলেরে মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহি কামাল হোসেন (৪৫) নিহত হয়েছেন। ঘটনায় সাহাব উদ্দিন (৪২) নামের আরও এক আরোহি আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে সোনাপুর-মন্নাননগর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন সদরের কালাদরাপ ইউনিয়নের হাজী মমিন উল্যার ছেলে। আহত সাহাব উদ্দিন উত্তর শুল্লকিয়া গ্রামের জহির মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল যোগে সোনাপুর-মন্নাননগর সড়ক হয়ে বাড়িতে যাচ্ছিলেন কামাল ও সাহাব উদ্দিন। পথে তাদের মোটরসাইকেলটি কালিতরা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহি একটি ট্রাক তাদের সামনে থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে মুঁছড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান কামাল ও আহত হন সাহাব উদ্দিন। এসময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও পালিয়ে যায় চালক।
সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করা হয়েছে। আহত আরোহিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি ও নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন