পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.ইউসুফ মৃধা নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরোহী হারুন হাওলাদার। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পায়রা বন্দরের ফোরলেন ইউটার্ণ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। মৃত ইউসুফ উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের কাদের মৃধার ছেলে। সে পায়রা বন্দরের কটলিভার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। দূর্ঘটনার পরই ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পায়রা বন্দরে কাজে যোগদানের উদ্দেশ্যে তারা দুইজন মোটরসাইকেলে করে ফোরলেন সড়কের ইউটার্ণ মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা লাইসেন্সবিহীন ট্রলিটি তাদের চাপা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হারুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানায়, এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন