বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

মহানবীর সা. ধারাবাহিক জীবনী

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

যুদ্ধের প্রস্তুতি এবং খয়বরের দুর্গ
এরপর হযরত আলীকে (রা.) পতাকা প্রদান করা হয়। তিনি বললেন, হে আল্লাহর রসূল, আমি ওদের সাথে ততক্ষণ পর্যন্ত লড়ব, যতক্ষণ তারা আমাদের মত হয়ে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, নিশ্চিন্তে যাও, যতক্ষণ পর্যন্ত তাদের ময়দানে অবতরণ না করো। এরপর ওদেরকে ইসলামের দাওয়াত দিয়ো। ইসলামে আল্লাহর যে অধিকার ওদের উপর ওয়াজিব হয়, সে সম্পর্কে ওদের অবহিত করো। যদি তোমার মাধ্যমে আল্লাহ তায়ালা ওদের একজনকেও হেদায়েত দেন তবে তোমার জন্য সেটা হবে বহুসংখ্যক লাল উটের চেয়ে উত্তম।
খয়বরের জনবসতি ছিল দুইভাগে বিভক্ত। এক ভাগে পাঁচটি দুর্গ ছিল- হেছনে নায়েম, হেছনে ছ’াব ইবনে মায়া’য, হেছনে কিল্লা যোবায়ের, হেছনে ওবাই এবং হেছনে নাজার।
উল্লেখিত পাঁচটি দুর্গের মধ্যে প্রথম তিনটি দুর্গ সম্বলিত এলাকাকে ‘নাতাত’ বলা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন