সংঘাতের সূচনা এবং নায়েম দুর্গ বিজয়
মারহাবের শানিত তলোয়ার আমার চাচা আমেরের ঢালের ওপর আঘাত করলো। ইহুদী মারহাবকেও আমার চাচা নিচের দিকে আঘাত করতে চাইলেন কিন্তু তার তলোয়াড় ছিল ছোট। তিনি মারহাবের উরুতে আঘাত করতে চাইলে তলোয়াড় ধাক্কা খেয়ে তাঁর নিজের হাঁটুতে লাগলো। অবশেষে এই আঘাতেই তিনি ইন্তেকাল করেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দুটি পবিত্র আঙুল তুলে বললেন, ওর জন্যে রয়েছে দুই রকমের পুরস্কার। হযরত আমের (রা.) ছিলেন অনন্য রণকুশল মোজাহেদ। তার মতো আরব বীর পৃথিবীতে কমই এসেছেন। হযরত আমের (রা.) আহত হওয়ার পর মারহাবের মোকাবেলায় এগিয়ে গেলেন হযরত আলী (রা.)।
তিনি আবৃত্তি করছিলেন এ কবিতা, ‘জানো আমি কে, আমার নাম আমার মা রেখেছেন হায়দর, বনের বাঘের মতোই আমি ভয়ঙ্কর, হানবো আমি আঘাত পূর্ণতর।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন