শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সুরক্ষিত কারাগার থেকে পালানো সেই ৬ ফিলিস্তিনি অনশনে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১০:৪০ এএম

ইসরায়েলের বর্বরোচিত শাস্তি বন্ধে এবার অনশন ধর্মঘট শুরু করলেন জেল পালানো এবং পুনরায় গ্রেফতার হওয়া ৬ ফিলিস্তিনি বন্দি। গতকাল মঙ্গলবার এক বন্দি মোহাম্মদ আল-আরদাহ্’র আইনজীবী নিশ্চিত করেন এই তথ্য।
গণমাধ্যমকে তিনি বলেন, আশকালোন কারাগারে বন্দি তার মক্কেল। কিন্তু সেখানে ভয়াবহ নিপীড়ণের মধ্যে রয়েছেন তিনি। সেটি বন্ধে এবং উন্নত কারাজীবনের দাবিতে গেলো বুধবার থেকে আরদাহ্ রয়েছেন অনশনে।
গত মাসে, ইসরায়েলের সুরক্ষিত কারাগার থেকে পালানোর অপরাধে ৬ ফিলিস্তিনি বন্দিকে বিচারের মুখোমুখি করা হয়। সে অনুসারে, ১৪ দিন থাকতে হবে নির্জন কারাবাসে; সেটি একবছর পর্যন্তও বাড়তে পারে। দু’মাস পর্যন্ত পরিবারের কোন সদস্য দেখা করতে পারবে না। নেই ক্যান্টিনে যাওয়ারও অনুমতি। তার ওপর জরিমানা তো রয়েছেই। শাস্তি কাঠামো পরিবর্তনে শিগগিরই পিটিশন দায়ের করবেন আইনজীবীরা। সূত্র : আল জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন