স্পোর্টস রিপোর্টার : এএফসি অ-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে জায়গা পাওয়ায় বাংলাদেশ অ-১৬ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে। গতকাল বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানে কানাডিয়ান হাইকমিশনার ও কৃষ্ণা রানীরা ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এবং সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। সংবর্ধনা অনুষ্ঠান ও সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শেষে কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে বাংলাদেশ অ-১৬ জাতীয় মহিলা ফুটবল দলের অনুশীলন দেখেন। বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশের মেয়েরা ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অ-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন