সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ম্যাচ ছাড়িয়ে আলোচনায় বিগড়ে যাওয়া মেজাজ

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ১৯ মাস আগে অ্যাডিলেডে পাহাড় হয়ে দাঁড়ানো জস বাটলারকে কট বিহাইন্ডে শিকার করেই ঈগলের মতো ডানা মেলে উৎসব করেছেন তাসকিন! শের-ই-বাংলা স্টেডিয়ামেও সেই জস বাটলারকে শিকারের আনন্দে ডানা মেলে উৎসব তাসকিনের! অ্যাডিলেডে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরেছেন বাটলার বিষন্ন মনে, মিরপুরে সেখানে রিভিউ আপীলের রায় বিপক্ষে যাওয়ার পরই অ-ক্রিকেটীয় আচরনে জন্ম দিয়েছেন প্রশ্নের, জায়ান্ট স্ত্রিনে টিভি আম্পায়ারের বিচারে আপীলের রায় পেয়ে একসঙ্গে মাশরাফি,সাব্বির,মাহামুদুল্লাহ, বাটলারকে উদ্দেশ করে বন্য উৎসবে মেতে উঠেছেন। এমন উৎসবেই মেজাজ বিগড়ে গেছে বাটলারের। ড্রেসিং রুমে ফেরার আগে তেড়ে গেছেন মাহামুদুল্লাহ’র দিকেÑ মাশরাফি এসে পরিস্থিতি নিবৃত্ত করার পরও থামেনি ইংল্যান্ড অধিনায়কের সেই মেজাজ। ম্যাচ শেষে বেন স্টোকসকে তামীম হাত বাড়াতেই হলো তা প্রত্যাখ্যাত ! তামীমকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় কিছু একটা বললেন স্টোকস। অঙ্গভঙ্গিটা যে ক্রিকেটীয় ভদ্রতার পর্যায়ে পড়ে না, দূর থেকে দেখা গেল তা। সাকিব এসে সে যাত্রায় নিবৃত্ত করলেন তামীমকে। মেজাজ হারিয়ে এমন দু’টি ঘটনার অবতারণায় ম্যাচের আলোচনা ছাপিয়ে ইংল্যান্ড মিডিয়ার লক্ষ্যবস্তু অনাকাঙ্খিত ওই ঘটনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এমন উৎসবের সমালোচনা উঠে এসেছে ইংলিশ অধিনায়ক বাটলারের মুখেÑ‘এটা (উদযাপন) সীমা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেটপ্রেমী দেশ। তাদের খেলোয়াড়রাও ধৈর্য্যশীল। তবে তাদের উদযাপনের ভঙ্গিতে আমি বিরক্ত হয়েছি। উইকেট পাওয়ার পর উদযাপন করাটাই স্বাভাবিক। তবে আমার মুখের সামনে দৌঁড়ে এসে উদযাপন করেছে তারা।’ ঘটনার সময়ে মাশরাফির চোখ ছিল বড় পর্দায়, তা বলেছেন মাশরাফিÑ ‘বাটলারের সঙ্গে কি হয়েছিল তা আমি নিজেও সত্যি কথা জানি না। রিভিউটা আমাদের পক্ষে এসেছে দেশে উত্তেজিত হয়েছিলাম। অনেক সময় হিট অব দ্য মোমেন্ট অনেক কিছু হয়ে যায়।এটা আমাদের দ্ইু দলেরই নিয়ন্ত্রণ করা উচিত ছিল।’
তারপরও রবিবার রাতের এই ঘটনার রেশ যেনো কাটছে না। বেন স্টোকস ম্যাচ শেষে এই ইস্যু নিয়ে নিজের টুইটার পেজে অভিযুক্ত করেছেন তামীম ইকবালকেÑ‘আজকের (রোববার) জয়ে বাংলাদেশকে অভিনন্দন, তারা আমাদের আজ সব ডিপার্টমেন্টকে হারিয়েছে। কিন্তু আমার দলের কারও সাথে হ্যান্ডশেকের সময় কাঁধে ধাক্কা দিলে তা আমি সমর্থন করব না।’
মেজাজ বিগড় যাওয়া এই ঘটনা সিরিজ নির্ধারণী ম্যাচে ফেলবে প্রভাব, স্কাই স্পোর্টসের হয়ে সিরিজে ধারাভাষ্য দিতে আসা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হোসেন এমনটাই মনে করছেনÑ ‘দলের জেতানোর জন্য চেষ্টা করছেন অধিনায়ক,আউটটিও তার দারুন। যুদ্ধের ময়দানে মেজাজ বিগড়ে যাওয়ার মতো ঘটনা দেখলাম। শীতাতপ নিয়ন্ত্রিত কমেন্ট্রি বক্সে অথবা স্টুডিওতে অথবা দেশে বসে শান্ত থাকা যায়। কিন্তু ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৯০ শতাংশ আদ্রতার মধ্যে ব্যাটিং করে দলকে জেতানোর চেস্টা করতে থাকার সময় যখন কেউ বের করে দেয়,তখন----। আমি কখনো জস বাটলারকে এমন দেখিনি। সে শান্ত, দারুন হিসেবি। একজন অধিনায়ক বলেই ম্যাচের আইনটাও তার জানা। কারন স্পিরিট অব দ্য গেম বজায় রাখার দায়িত্বটা তারই।’ ইংল্যান্ডের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান,ডেইলি মেইল,দ্য সান এবং স্যাটেলাইট টেলিভিশন স্কাই স্পোর্টসেও ম্যাচের আলোচনা ছাড়িয়ে বড় ইস্যু হয়েছে ওই দু’টি অনাকাঙ্খিত ঘটনা।
তবে এই অনাকাঙ্খিত ঘটনায় শাস্তি দেয়া হয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানকে। আইসিসি’র কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে এই দুজনের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে আউট হয়ে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখানোয় আইসিসি’র কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় ২.১.৭ ধারায় ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। তিন ক্রিকেটারই অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের শাস্তি মেনে নেয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।
গত ২২ সেপ্টেম্বর থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী মাশরাফি ও সাব্বিরের জরিমানা আর বাটলারের তিরস্কার শোনার পাশাপাশি তিন জনের ডিসিপিনারি রেকর্ডেই একটি করে ‘ডিমেরিট’ পয়েন্ট যোগ হয়েছে। মিডিয়া রিলিজে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি। নতুন নিয়ম চালুর পর এক ম্যাচে দুই অধিনায়কের এটাই প্রথম অপরাধ। এ নিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট যোগ হলো সাব্বিরের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে অশোভন আচরণের দায়ে ম্যাচ ফির ৩০ শতাংশ কর্তনের সঙ্গে ডিসিপ্লিনারি রেকর্ডে ২ ‘ডিমেরিট’ পয়েন্ট যোগ হয়েছিল। একই অপরাধ দ্বিতীয়বার করায় ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়ালো তিন এ। আগামী দুই বছরের মধ্যে সাব্বিরের ডিমেরিট পয়েন্ট বেড়ে ৪ বা তার বেশি হলে এক বা একাধিক ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
mujahid hussain ১১ অক্টোবর, ২০১৬, ১২:২২ এএম says : 0
আমরা যদি আমাদের সামর্থ্যঅনুযায়ী খেলতে পারি, সবাই যদি সুস্থ থাকি,তাহলে আশা করি আমরা সিরিজ জিততেপারবো। কারণ সিরিজের দ্বিতীয় ম্যাচজেতার পর অনেক আত্মবিশ্বাস তৈরি হবে।’
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন