মানবপাচার আইনের হয়রানি থেকে রিক্রুটিং এজেন্সি’র মালিকদের পরিত্রাণের জন্য বায়রার সাবেক সভাপতি বেনজীর আহমেদ এম পির নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযুদ্ধা আসাদুজ্জামান কামালের সাথে তার দপ্তরে বৈঠক করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মানবপাচার আইনে বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকদের অহেতুক হয়রানি এবং মামলা ও জেল জুলুমের বিষয়াদি ধৈর্যের সাথে শোনেন।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বায়রার সাবেক সভাপতি আবুল বাসার , সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং সাবেক অর্থ সচিব ফখরুল ইসলাম। মন্ত্রী মানবপাচার আইনের হয়রানি থেকে বৈধ রিক্রুটিং এজেন্সিকে হয়রানি না করার বিষয়ে জরুরীভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং অনতিবিলম্বে অনুষ্ঠিত হবে বলেও তিনি প্রতিশ্রুতি প্রদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন