শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বায়রা নির্বাচন হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

জনশক্তি রফতানিকারকদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ’র (বায়রা) নির্বাচনের তফসিল স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে রুলও জারি করেছেন আদালত।
আবেদনের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। স্থগিতাদেশ আগামী চার সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। আগামী ১১ ডিসেম্বর বায়রার নির্বাচন হওয়ার কথা ছিল। আদেশের বিষয়ে ব্যারিস্টার রাশনা ইমাম জানান, বায়রা নির্বাচনে ভোটার তালিকা থেকে বাদ পড়া দুইজনের দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন