মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

সুইস ব্যাংকের ৮২ মিলিয়ন ডলার ফিরে পেলে ‘দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন’ মুসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৯:১৫ পিএম

আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের সুইস ব্যাংকে তার ৮২ মিলিয়ন ডলার আটকে আছে দাবি করে জানিয়েছেন, ওই টাকা ফিরে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন তিনি। পাশাপাশি পুলিশকেও ৫০০ কোটি টাকা দেবেন বলে জানান। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে মুসা বিন শমসের তার এ ইচ্ছের কথা জানান। সেখানে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবির যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের বিষয়ে বিকেলে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুসা বিন শমসের বলেছেন, তার সুইস ব্যাংকে ৮২ মিলিয়ন ডলার আটকে আছে। সেই টাকা পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবনও করে দিতে চেয়েছেন।

ডিবির এ কর্মকর্তা বলেন, মুসা বিন শমসেরকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে। প্রতারক আব্দুল কাদের একজন নাইন পাস লোক, তাকে মুসা বিন শমসের উপদেষ্টা বানালেন কেন? ২০ কোটি টাকার চেক দিলেন কেন? উনি বলেছেন, লাভ দেবেন। কিন্তু উদ্দেশ্য আমরা জানি না। মুসা সাহেব দেখেছেন আব্দুল কাদের বড় বড় লোকের সঙ্গে কথা বলেন। বাস্তবে এ কাদেরের সঙ্গে উনার অনেক সম্পর্ক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Tanvir ১২ অক্টোবর, ২০২১, ৯:৫২ পিএম says : 1
82 billion $ পেলে উনি নতূন কাপড় কিনবে।
Total Reply(0)
আবু বককর ১২ অক্টোবর, ২০২১, ১০:০২ পিএম says : 1
২৮ মি‌লিয়নে কত হয় জান কি। আর পদ্মা সেতুর খরচ কত মি‌লিয়ন জানেন নি।
Total Reply(0)
Tofail Ahmed ১২ অক্টোবর, ২০২১, ১০:৫৮ পিএম says : 0
সঠিক ও সময়োপযোগী কথা মুসা বলেছেন এটা অসাধারণ লাগছে আমার নিকট।
Total Reply(0)
Imon ১৩ অক্টোবর, ২০২১, ৪:২১ পিএম says : 0
৮২ মিলিয়ন ডলার= ৬৯৭ কোটি টাকা (১ ডলার= ৮৫ টাকা হিসেবে)। এখান থেকে পুলিশকে ৫০০ কোটি টাকা দিবেন, আবার একটা পদ্মা সেতু করে দিবেন। ম্যাজিক তো।
Total Reply(0)
Abul Farah ১৮ অক্টোবর, ২০২১, ১২:৫৩ পিএম says : 0
মস্তিষ্ক বিকৃত আধা পাগল চাপাবাজ এ মুছা।
Total Reply(0)
Asaraful ১৮ অক্টোবর, ২০২১, ৩:১১ পিএম says : 0
Ful maad
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন