সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সমর্থকদের মানববন্ধন

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের অ্যাওয়ে ম্যাচে ভুটানের কাছে বাংলাদেশের লজ্জার হারে লাল-সবুজের ফুটবলপ্রেমীরা হতাশার সাগরে নিমজ্জিত হয়েছেন। এ হার কোনওভাবেই মেনে নিতে পারছেন না তারা। ভুটানের কাছে হেরে আগামী তিন বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। গত সোমবার থিম্পুতে স্বাগতিক ভুটানের কাছে ৩-১ গোলে হেরে জাতিকে লজ্জা দিয়েছেন মামুনুলরা। তাদের এমন হারে ক্ষুব্ধ সারাদেশের ফুটবলপ্রেমীরা। তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে এ ব্যর্থতার জবাব চান। দেশের ফুটবলের এমন ব্যর্থতার প্রতিবাদে এবার মানববন্ধন করলেন রাজধানীর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা। গতকাল বিকালে বাফুফে ভবনের সামনে প্লে-কার্ড হাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন ফুটবলপ্রেমী শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন। তাদের হাতে ‘আর কত নিচে নামলে গদি ছাড়বেন’, ‘এরপরও ফুটবলাররা মৌসুমে ৫০ লাখ টাকা পাবেন’ ‘সালাউদ্দিনকে অভিনন্দন আমরা ২০০ (র‌্যাংকিং) ছোঁয়ার পথে’. এসব লেখা প্লে-কার্ড ছিল।
এ প্রসঙ্গে সামাজিক সংগঠন ‘লাইটার ইয়ুথ ফাউন্ডেশন’র কর্মকর্তা মোক্তার ইবনে রফিক বলেন, ‘দেশের ফুটবল যারা অন্ধকারে ডুবিয়ে দিচ্ছেন তাদের মুখোশ খুলতেই আমরা রাস্তায় নেমেছি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এর চেয়ে বাজে দিন আর আসেনি। অথচ বাফুফের কর্মকর্তাদের দাবি ফুটবল এগিয়ে যাচ্ছে। যে ভুটানের বিপক্ষে এর আগে ১১ বারের মুখোমুখিতে আমরা একবারও হারিনি, তাদের কাছেই কিনা এখন হারতে হলো। এতেই বুঝা যায় বাংলাদেশের ফুটবল কোনো সঠিক মানুষের হাতে নেই। ফুটবল আজ কোমায়। আমাদের স্বর্ণালী অতীত হারিয়ে গেছে। অথচ তখনই খারাপ লাগে, যখন এর সামান্যটুকু দায় কেউ নিচ্ছেন না। খেলোয়াড়দের দামও ৫০ লাখ টাকা থাকবে। আসলে ফুটবল দলে অন্তর্দ্ব›দ্ব রয়েছে। দু’দিন পর পর কোচ বিদায় করে দেয়া হয়। কোনো পরিকল্পনা নেই। এমনভাবে ফুটবল না চালিয়ে খেলাটা বন্ধ করে দিন। ফিফা কেন বন্ধ করবে। আসলে মাঠে যারা খেলেন তারা ঠিকমতো খেলছেন না। পা বাঁচিয়ে খেলেছেন। প্লিজ ফুটবলটাকে বাঁচান।’ তিনি আরো বলেন, ‘আগামী তিন বছর আমরা ফিফা বা এএফসির আয়োজনে কোনো ম্যাচ খেলার সুযোগ পাব না। তাহলে সরকারেরই বন্ধ করে দেয়া উচিত দেশের ফুটবল। বাফুফে ভবনে ফুটবল নয়, অন্য কোনও অফিস খোলা হোক। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে তারা আগে থেকেই জানতেন তারা হারবেন। আমরা বাফুফেতে বড়সর রদবদল চাই। আমাদের ফুটবলকে বাাঁচাতে হবে। এখানে পচন ধরে গেছে। সত্যিকারের সংগঠকরা আসুক। ফুটবল আবার তার নিজের গতিতে ফিরুক। এটাই চাই আমরা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন