শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আইএমএফর পূর্বাভাসে চলতি অর্থবছরে কমবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১:২৭ পিএম

চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৬ শতাংশ-এমন পূর্বাভাস দিলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।

মঙ্গলবার (১২ অক্টোবর) সংস্থাটির বৈশ্বিক ইকোনোমিক আউটলুকে এমন পূর্বাভাসের কথা জানানো হয়। আইএফএফের বার্ষিক সভা উপলক্ষ্যে ওয়াশিংটনে এই আউটলুক প্রকাশ করা হয়।

এর আগে, গেল এপ্রিলের আউটলুকে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৫ শতাংশ। সে হিসাবে আইএমএফের সবশেষ প্রাক্কলনে বাংলাদেশের প্রবৃদ্ধি শূন্য দশমিক ৪ শতাংশ কমার আশঙ্কা করা হচ্ছে। নতুন প্রাক্কলন অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরেও বাংলাদেশের প্রবৃদ্ধির কমার কথা বলছে আইএমএফ। এপ্রিলের প্রাক্কলনে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হলে অক্টোবরের প্রাক্কলনে তা কমে হলো ৬ দশমিক ৫ শতাংশ। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব অনুযায়ি ২০২০-২১ অর্থবছরেই প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ।

আইএমএফের পূর্বাভাসে ২০২১ সালে ভারতের প্রবৃদ্ধি ধারণা করা হচ্ছে ৯ দশমিক ৫ শতাংশ এবং পাকিস্তানের প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৯ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন