শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের প্রধান আলমগীর হোসেন ওরফে ডাকাত আলম (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টায় এ ঘটনা ঘটে। র‌্যাব চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক নুরুল আবছার ইনকিলাবকে বলেন, গন্ডামারা এলাকায় ১০-১২ জনের একদল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযানে যায়। এ সময় তারা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি ছোঁড়েন।

পাল্টাপাল্টি গুলি বিনিময়ের পর তারা পিছু হটতে বাধ্য হয়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ আলমকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে ডাকাত দলের নেতা হিসেবে শনাক্ত করেন। তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, নিজেদের মধ্যে গোলাগুলিতেই তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন