সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মঠবাড়িয়া পৌরসভার বর্ধিতকর প্রত্যাহার দাবি

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া পৌরসভায় ৫/৬ গুন কর বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পৌরসভার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক মঞ্চ।। আগামী ৩১ অক্টোবরের মধ্যে নতুন বর্ধিত কর প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি। মানববন্ধনে ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, পৌরবাসীসহ সহ¯্রাধীক বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ গ্রহণ করে। পরে সচেতন নাগরিক মঞ্চের আহবায়ক মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা শাহ আলম দুলাল, আইনজীবী উন্নয়ন সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান মুন্সী প্রমূখ। বক্তারা প্রথম শ্রেনির মঠবাড়িয়া পৌরসভায় অস্বাভাবিক পৌরকর বৃদ্ধির তীব্র সমালোচনা করে বলেন, পৌরসভায় বেহাল রাস্তাঘাট, সুপেয় খাবার পানির তীব্র সংকট, পৌর কর্মচারীর বেতন বন্ধ, পাবলিক টয়লেট সমস্যা, ময়লা-আবর্জনার সমস্যাসহ বিভিন্ন থাকা সত্তে¡ও হঠাৎ করে পৌরকর বৃদ্ধির করা হয়। বক্তারা বলেন, ফার্মেসী রোডের মনিরুজ্জামান গং যার হোল্ডিং নম্বর ০২৩৭-০০ এর ২০১৫-১৬ পৌরকর ছিল ৩,৩৫৮ টাকা তা ২০১৬-১৭ অর্থবছরে বৃদ্ধি করে ১৯,১৯৫ টাকা করা হয়েছে। অনরুপ সদর রোডের সেকান্দার আলী মৃধার হোল্ডিং নম্বর ০১১১-০০ পূর্বের ৫,৩৫৫ টাকা বৃদ্ধি করে ২৭,৫৪০ টাকা করা হয়েছে এ ব্যাপারে মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারের মডেল ট্যাক্স অনুযায়ী কর বৃদ্ধি করা হয়েছিল। এ বিষয়ে পৌরবাসীর আপত্তি দেয়ায় ইতিমধ্যেই শহরে মাইকিং করে নতুন কর বৃদ্ধির কার্যক্রম স্থগিত করা হয়। তিনি আরও বলেন, একটি মহল সস্তা জনপ্রিয়তা আদায় করার জন্য কর প্রত্যাহারের নামে লোক দেখানো আন্দোলন করছে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন