বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ, সর্বোচ্চ নম্বর ৯৫

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ৭:৪৪ পিএম

২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত 'গুচ্ছ ভর্তি পরীক্ষা'র বিজ্ঞান বিভাগের ‘ক’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ ৯৫ নম্বর উঠেছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় প্রথমস্থান অর্জন করা শিক্ষার্থীর নম্বর ৯৫। আর সর্বোনিম্ন মাইনাস ১০। এই ওয়েবসাইটে https://gstadmission.ac.bd/ ফলাফল আপলোড করা হয়েছে। এখান থেকে যে কেউ চাইলে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

গত ১৭ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্তের ২৬ টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন