শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঘিরে আজও সতর্ক পুলিশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ২:০৮ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গত শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরপরই শুরু হয় বিক্ষোভ মিছিল, করা হয় ইটপাটকেল নিক্ষেপ।

ওইদিন হামলার অভিযোগ তুলে তিনটি মামলাও করেছে পুলিশ। গত শুক্রবারের অভিজ্ঞতার আলোকে আজও কেন্দ্রীয় মসজিদ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

পুলিশ বলছে, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নেই। তাবে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে বায়তুল মোকাররম মসজিদসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের আগে থেকেই পল্টন মোড়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেইট এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। অন্যান্য দিনের তুলনায় আজ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। পুরোনো পল্টনে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন