শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ধর্মীয় সম্প্রীতিতে পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান বাংলাদেশ -সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ১:৫৪ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী, এমন মন্তব্য করেছেন সিলেট-১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ (শনিবার) সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ড. মোমেন বলেন, ‘দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী। তবে সরকার এসব তৎপরতা মোকাবেলায় রয়েছে কঠোর অবস্থানে ।’ মন্ত্রী আরও বলেন, “ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে ‘নাম্বার ওয়ান’। এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে; এমনকি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে আর্থিক সহায়তাও করছে, যা অন্যান্য দেশে বিরল।”
তিনি জানান, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে ‘অত্যন্ত উত্তম’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের অনেক স্থানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলেও তাদের অনেকেই প্রচারণা করেছে বানোয়াট। তবে দেশটির সরকার প্রশংসা করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপের। এদিকে, ইমজা কার্যালয় পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ অধ্যাপক জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন