শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডও ঢাকায়

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ২০১৪ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিলো ওয়ার্ল্ড হকি লিগের প্রথম রাউন্ডের খেলা। এ আসরে হংকং, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের মধ্যে লড়াই হলেও সেরার খেতাব জিতেছিলো লাল-সবুজরাই। ফলে তারা দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা পায়। ওয়ার্ল্ড হকি লিগের প্রথম রাউন্ডের পর দীর্ঘ আড়াই বছরের বিরতিতে এবার দ্বিতীয় রাউন্ডের খেলাও হবে ঢাকায়। আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হবে এই রাউন্ডের খেলা। যার একটি গ্রæপের খেলা আগামী ৪ থেকে ১২ মার্চ পর্যন্ত ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশসহ ৮ টি দেশ অংশ নেবে ঢাকার আসরে। অন্য সাত দেশগুলো হলো- কানাডা, ওমান, মিশর, চীন, শ্রীলঙ্কা, ঘানা ও ফিজি। গত বুধবার আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) ওয়ার্ল্ড হকি লিগ দ্বিতীয় রাউন্ডের দল ও গ্রæপিং চূড়ান্ত করেছে। ১১ থেকে ১৯ মার্চ আয়ারল্যান্ডে স্বাগতিকদের সঙ্গে খেলবে ফ্রান্স, পোল্যান্ড, ইউক্রেইন, ইতালি, ওয়ালস, স্কটল্যান্ড ও অস্টিয়া। ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে আরেকটি গ্রæপের খেলা। ২৫ মার্চ থেকে ২ এপ্রিল সেখানে অনুষ্ঠিত খেলায় অংশ নেবে মালয়েশিয়া, জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বার্বাডোস, চিলি, সুইজারল্যান্ড এবং স্বাগতিক ত্রিনিদাদ। এই টুর্নামেন্টের মাধ্যমেই চূড়ান্ত হবে ২০১৮ সালের হকি ওয়ার্ল্ড কাপের দল। ওয়ার্ল্ড হকি লিগের গ্রæপের সেরা দল, স্বাগতিক একটি দল ও আঞ্চলিক চ্যাম্পিয়নরা অংশ নেবে ওয়ার্ল্ড কাপ হকিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন