শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মুজিব কর্ণারে জেবিএল আইটি ফোরামের শত বই উপহার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ৪:৫৭ পিএম

জনতা ব্যাংক লিমিটেডে স্থাপিত মুজিব কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০ বই উপহার দিয়েছে জেবিএল আইটি ফোরাম। সোমবার (২৫ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘মুজিব শতবর্ষে শত বই উপহার’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের হাতে ফোরামের সদস্যরা বই তুলে দেন।

ব্যাংকের ডিএমডি মো. জসিম উদ্দীন ও মো. আবদুল জব্বার, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের জিএমবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনতা ব্যাংক লিমিটেডে আইটি পেশায় নিয়োজিত কর্মকর্তাদের সংগঠন জেবিএল আইটি ফোরামের সভাপতি এলিন ববীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক বায়েজীদ হাসান ভুঞাঁ সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জুম প্লাটফর্মে বিভিন্ন ডিভিশনের জিএম, ডিজিএমসহ জেবিএল আইটি ফোরামের অন্যান্য সদস্যরা সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে ব্যাংকিং সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠির মাঝে নিয়ে যেতে হবে। তিনি ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তাদের সাইবার সিকিউরিটি ও ডিআরএস অপারেশনসহ অন্যান্য কাজের প্রশংসা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন