দিনাজপুর অফিস : গতকাল ১৫ অক্টোবর শনিবার সেতাবগঞ্জ চিনিকল কারখানা প্রাঙ্গণে জেনারেল ক্লাবের আয়োজনে ২০ জন অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আমজাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএম আবদুর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন জিএম (কৃষি) এএইচএম মোঃ সাদেক, জিএম (ফার্ম) এএম আল ইমরান, জিএম কারখানা মোঃ নুরুল কবির, জিএম (প্রশাসন) মোঃ হামিদুল ইসলাম, জিএম (অর্থ) মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান দুলাল, জেনারেল ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম আজাদ প্রমুখ। সভায় বক্তারা অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের উদ্দ্যেশ্যে বলেন অবসর জীবনে আপনারা নিজস্ব জমিতে আখ লাগিয়ে মিলের চালিকাশক্তি বৃদ্ধিতে সহায়তা করবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। সভা পরিচালনা করেন মিলের মৌসুমী কর্মচারী মোঃ মাহাবুব আলম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন