আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে বেশ ভালো ফাইট দিলেও ইংলিশদের বিপক্ষে একদম সাদামাটা ছিল বাংলাদেশের পারফরমেন্স। না বোলিং না ব্যাটিং কোন কিছুই ভালো হয়নি টাইগারদের।
বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে ভুল ছিল চোখে পরার মতো। লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল ও হাসান মুশফিকুর রহিম সবাই আউট হন বাজে শট খেলে। এ কারণে প্রশ্ন উঠেছে বাংলাদেশ আসলে কি করছে? কবে নিজেদের ভুলগুলো শুধরাতে পারবে। সব জায়গায় এ বিষয়টি নিয়ে চলছে আলোচনা। বিষয়গুলো নিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও কথা বলেছেন। একটি বেসরকারী টেলিভিশনে বিশ্বকাপ উপলক্ষে নিয়মিত টক শো ভিত্তিক অনুষ্ঠান করছেন। সেখানে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কথা বলেছেন তিনি।
তবে তামিম এর উপর যেন এ বিষয়টি নিয়ে একটু ক্ষীপ্ত হয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী শিশির। তিনি আকারে ইঙ্গিতে তামিমের উপরই যেন ক্ষোভ ঝেড়েছেন। শিশির ২০১৯ বিশ্বকাপের কথা তুলেছেন, যেখানে সাকিব সবচেয়ে সফল ছিলেন।
এ ব্যপারে শিশির বলেন, 'আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি, আমি ভাবছি কেন সেবার আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে জিততে পারিনি, দলে আমাদের গতি তারকা ও ভালো ওপেনিং পার্টনারশিপ থাকা স্বত্ত্বেও! আমার উৎসুক মন জানতে চায় এ বিষয়টি। যদি ওই সময় কিছু টক শো করে আমরা ভুলগুলো নিয়ে আলোচনা করতাম তাহলে আজকে ব্যর্থ হত না।'
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন