শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এখনো পয়েন্টশূন্য পুলিশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

প্রিমিয়ার ফুটবল লীগে চট্টগ্রাম জেলা পুলিশ একাদশ হেরেই চলেছে। এমএ আজিজ স্টেডিয়ামে গতকালের ম্যাচেও তারা মাদারবাড়ি উদয়ন সংঘের কাছে ৬-১ গোলে হেরেছে। এরমধ্যে দুটি গোল হচ্ছে আত্মঘাতি। অন্যান্য গোলগুলো করেছে ইমন, আরিফ, নাফিস ইকবাল ও তুহিন। পুলিশের ইসহাক একটি গোল পরিশোধ করে। এ পরাজয়ের ফলে সাত খেলা শেষে এখনো কোন পয়েন্টের মুখ দেখেনি। অপরদিকে মাদারবাড়ি উদয়ন সংঘ সাত খেলা শেষে পেয়েছে ১১ পয়েন্ট। তাদের আর দুটি ম্যাচের মধ্যে সিটি কর্পোরেশন একাদশ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র (লাল) বিরুদ্ধে খেলতে হবে। সে দুটি ম্যাচেও যদি জয় না পায় তাহলে তাদের নেমে যেতে হবে প্রথম বিভাগে। এ দলটি এবার প্রিমিয়ারে উন্নীত হয়ে খেলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন