শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কাল ইনকিলাবের প্রতিপক্ষ এটিএন বাংলা

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হচ্ছে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। ছয়দিন ব্যাপী এ আসরে দেশের ২৪টি মিডিয়া হাউজ আট গ্রæপে ভাগ হয়ে খেলছে। আজ সকাল ১০ টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এমপি। টুর্নামেন্টে দৈনিক ইনকিলাবের প্রথম ম্যাচ আগামীকাল বেলা ১২ টায়, প্রতিপক্ষ এটিএন বাংলা। পরদিন একই সময় গ্রæপ পর্বে দলটির ইনকিলাবের প্রতিপক্ষ দৈনিক নয়াদিগন্ত।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে ৫০ হাজার, রানার্স আপদের ট্রফির সঙ্গে ৩০ হাজার, সেমিফাইনালে পরাজিত দুই দল ১০ হাজার করে, ম্যান অব দ্য টুর্নামেন্ট ১০ হাজার এবং ম্যান অব দ্য ফাইনালকে দেয়া হবে পাঁচ হাজার টাকা প্রাইজমানি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসজেসি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন তারেক, টুর্নামেন্ট কমিটির আহবায়ক কামাল হোসেন বাবলু ও সদস্য জাহেদ হোসেন থোকন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন