মীরসরাইয়ের মাদক সম্রাট আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমকে (৩৮) গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় দিকে উপজেলার মিঠাছড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৩১ অক্টোবর) তাকে আদালতে প্রেরণ করা হয়। তিনি মীরসরাই সদর ইউনিয়নের মোটবাড়ীয়া গ্রামের জামশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে মীরসরাই থানায় এক ডজনের অধিক মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য মীরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তিনি মোরগ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছে বলে জানা গেছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, মাদক সম্রাট আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমের বিরুদ্ধে থানায় ১ ডজনের অধিক মামলা রয়েছে। যা বর্তমানে বিচারাধীন। এছাড়া ২টি মামলা তদন্তনাধীন রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিলো । শনিবার রাতে মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন