চলনে বলনে তিনি খুবই স্মার্ট। চাকরি করেন বাগেরহাটের পরিবার পরিকল্পনা অধিদফতরে পরিদর্শক পদে। দাবি করতেন, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তার রয়েছে খুবই ভালো জানা শোনা। এ সুবাদে তিনি সহজ সরল চাকরি প্রত্যাশিদের এনএসআই, পরিবার পরিকল্পনা অধিদফতর, বিভিন্ন সরকারি হাসপাতাল, পুলিশ বিভাগে চাকরি দেবেন বলে দীর্ঘদিন ধরে অর্থ নিয়ে প্রতারণা করে আসছিলেন। গত শনিবার রাতে ১১টার দিকে প্রতারক মোল্লা সোহেল রানাকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাজারে জারা ক্লিনিক থেকে র্যাব-৬ এর একটি টিম গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোল্লা সোহেল রানা বাগেরহাটের রামপাল উপজেলার আলীপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। গতকাল রোববার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মোল্লা সোহেল রানা রামপাল থানাধীন ৩নং বাইনতলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক। সেই সুবাদে তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে সহজ সরল চাকরি প্রত্যাশি এলাকাবাসীকে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দফতরের চাকরি দেওয়ার কথা বলে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেন। এছাড়াও বাগেরহাট সদর হাসপাতালের মাস্টার রোলে চাকরি দেওয়ার কথা বলে ৪ জনের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন। তিনি ফয়লা বাজারে একটি ব্যক্তিগত ক্লিনিক স্থাপন করে ক্লিনিকের রিসিপশনিস্ট, নার্স, ডাক্তারসহ বিভিন্ন পদে চাকরির কথা বলে ২০ জন, পরিবার পরিকল্পনার ৮ জন, এনএসআই ১ জন, পুলিশ কল্যাণ ট্রাস্ট এর সিকিউরিটি গার্ড ৪ জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্নসাৎ করেন। আসামি তার কয়েকজন সহযোগির সহায়তায় নিজেই ভুয়া প্রবেশপত্র তৈরি এবং নিজেই ভুয়া পরীক্ষার পর্ষদ গঠন করে ভুয়া নিয়োগপত্র প্রদান করে আসছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০ থেকে ৬০ জন ভুক্তভোগীর চাকরির নিয়োগপত্র উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন