শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাকরির প্রলোভন দেখিয়ে ৭ জনের টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ভেড়ামারা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা

চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কুষ্টিয়ার ভেড়ামারার ৭ জনের নিকট থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এতে প্রতারণার শিকার হয়ে সাত দিনমজুর পরিবার এখন সর্বস্বান্ত। গত রোববার সন্ধ্যায় ভেড়ামারা প্রেসক্লাবে প্রতারিত পরিবার সাংবাদিক সম্মেলন করে তাদের সাথে প্রতারনার বিবরণ তুলে ধরেন। ভুক্তভোগীদের লিখিত বক্তব্যে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা ক্যান্টনমেন্টে বাবুর্চি, ঝাড়–দার ও মালি পদে ৭ জনকে নিয়োগ দিবে এমন কথা বলে যশোর জেলার রায়পুর গ্রামের আফজাল হোসেন তালুকদারের ছেলে রাসেল তালুকদার, ভেড়ামারা উপজেলার মসলেমপুর গ্রামের বাসের প্রামানিক এর ছেলে ভেলসা, নাটোর জেলার লালপুর উপজেলার এবাদত সরদারের ছেলে হাবিবুর রহমান প্রায় ৭/৮ মাস আগে ভেড়ামারা উপজেলার সেলিম, অব্বাস আলী, রুবেল, মিনার হোসেন, পল্লব মিয়া, শাহিন ও ঈমান আলীকে চাকুরি পাইয়ে দিবে বলে প্রতিজনের ৫ লাখ টাকা করে লাগবে বলে দাবি করে। দরিদ্রতার কারণ দেখিয়ে তারা অপারগতা প্রকাশ করলে প্রতারক চক্রটি তিন লাখ টাকায় চাকুরী দিবে বলে জানায়। এসময় চাকুরি প্রত্যাশীরা সরল মনে গরু, ছাগল, ভিটে বাড়ির জমি, মাঠের জমি কেউ আবার চড়া সুদে টাকা ঋণ নিয়ে প্রতারক ভেলসা, হাবিবুর ও রাসেলের হাতে ৭ জন ৩ লাখ টাকা করে নগদ ২১ লাখ টাকা প্রদান করে। ৫-৬ মাস পার হয়ে গেলেও ভুক্তভোগীরা চাকুরী না পেলে প্রতারক রাসেলকে টাকা ফিরিয়ে দিতে বলে। কিন্তু প্রতারক চক্রটি জানায়, উপর মহলে টাকা দিয়ে দিয়েছি চাকরি তোমাদের হবেই। কিন্তু প্রতারক রাসেল, ভেলসা, হাবিবুর কিছুদিন পূর্বে থেকে যোগাযোগ বিছিন্ন করে গাঢাকা দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের জানায়, দরিদ্র ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা বড় ধরনের প্রতারণা করেছে। সংবাদ সম্মেলনে তারা প্রতারকদের গ্রেফতার ও টাকা উদ্ধারে প্রশাসনের সহোযোগিতা কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন