রংপুরের হারাগাছে এক মাদক সেবনকারীকে ধরে থানায় নিয়ে আসার সময় মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার থানা ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুঁড়লে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
জানা গেছে, হারাগাছ থানা পুলিশ গতকাল সন্ধ্যায় তাজুল ইসলাম (৫২) নামে এক মাদক সেবীকে থানায় নিয়ে আসতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এতে এক পর্যায়ে তাজুল মাটিতে পড়ে গিয়ে মারা যায়।
খবর পেয়ে উত্তেজিত জনতা থানা ঘেরাও করে পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে যায়। উত্তেজিত জনতাকে থামাতে ব্যর্থ হয়ে পুলিশ এক পর্যায়ে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোঁড়ে। টিয়ার শেলের আঘাতে ৪ জন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন