নাটোরের বাগাতিপাড়ার প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে উপজেলার জিমনেশিয়াম হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বিতারণকালে ইউএনও প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আরশাদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এসময় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জান ও ফারহানা কনক, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী, উপজেলা আ’লীগ সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্টু, বাগাতিপাড়ার মডার্ন প্রেসক্লাব’র সভাপতি মহিদুল ইসলাম মনি ও সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।
পরে পৌরসভা ও ৬ টি ইউনিয়নে ৪৮০ জনকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি এবং ৮০ জনকে ৮ কেজি খেসাড়ী বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ সার বিতরণ করা হয়। সে-সাথে কৃষক মেহেদী হাসানকে ৫০শতাংশ ভূর্তকীমূল্যে ১৪ লাখ টাকা মূল্যের একটি কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন