শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফটিকছড়িতে এমপির মশা নিধন মেশিন বিতরণ

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ফটিকছড়িতে স্থানীয় এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী মশা নিধনে ২০টি স্প্রে মেশিন বিতরণ করেছেন। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে আনুষ্ঠানিকভাবে ২টি পৌরসভা ও ১৮টি ইউপিতে ১টি করে স্প্রে মেশিন এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, ফটিকছড়ির ইউএনও মো. সায়েদুল আরেফিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার, নাজিরহাট পৌর মেয়র এসএম সিরাজুদ্দৌল্লাহ, উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. হোসেন আল মামুন প্রমুখ।
উপজেলা রাজস্ব তহবিলের আওতায় ২০ লাখ টাকা ব্যয়ে কেনা হয় ২০টি মশা নিধনের স্প্রে মেশিন এবং ঔষধ সামগ্রী। এতে করে পুরো উপজেলা জুড়ে নিয়মিত মশা নিধন অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন