বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সেঞ্চুরিতেও ইয়েস কার্ড পাননি মজিদ

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : দীর্ঘ পরিসরের ম্যাচে গড় তার ৪৯.০০, ছয়টি সেঞ্চুরির পাশে ১৩টি ফিফটি, আছে ২৫৩ রানের হার না মানা একটি ইনিংসও! প্রথম শ্রেণীর ক্রিকেটে এমন পরীক্ষিত ওপেনারকে সফরকারী দলের বিপক্ষে নামিয়ে দিয়ে নির্ভারই থাকার কথা। ৫ দিন আগে কক্সবাজারে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করার কষ্ট লাঘব করেছেন ময়মনসিংহের ছেলেটি। তার সেঞ্চুরিতে (১০৬) ইংল্যান্ড বোলিং আক্রমণের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলার বার্তাই পেয়েছে মুশফিকুর রহিমরা। এম এ আজিজ স্টেডিয়ামে স্কোর ২৯৪ তুলে ইংল্যান্ডকে একটা চ্যালেঞ্জও দিতে পেরেছে সৌম্য’র নেতৃত্বাধীন দল মজিদের সেঞ্চুরিতেই।
২ দফায় করেছেন ব্যাটিং। শুরু থেকে স্বাচ্ছন্দ্যে খেলে লাঞ্চের আগে ৯২ রানে থেকে আসেননি ব্যাটিংয়ে, নিয়মানুযায়ী পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে পূর্ণ করেছেন সেঞ্চুরি, পেয়েছেন হাততালি। দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ১২৫ রানের পার্টনারশিপে দিয়েছেন নেতৃত্ব। তার এই সেঞ্চুরিটি স্টেডিয়ামে বসেই দেখেছেন বাংলাদেশ দলের হেড কোচ হাতুরুসিংহে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশার সুমনও। তবে টেস্ট দলে নির্বাচকদের পরীক্ষার মুখে পড়েছেন যারা অনুশীলন ম্যাচে, তাদের কাতারে না থাকায় সেঞ্চুরির পুরস্কার পাননি মজিদ। সেঞ্চুরির পুরস্কার না পেয়েও আক্ষেপ নেই মজিদেরÑ ‘টেস্ট খেলার স্বপ্ন দেখি। আমরা যারা ঘরোয়া ক্রিকেট লিগ খেলি। আমাদের জন্য এ ধরনের প্রস্তুতি ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ। এখানে ভালো খেললে ওপরের দিকে যাওয়া যাবে। দলে সুযোগ পাওয়ার বিষয়টিতে আমাদের কিছু করার নেই। আমার চেষ্টা থাকবে পারফর্ম করার। যখন নির্বাচকরা মনে করবেন দলের জন্য যোগ্য, তখন নেবেন।’
২ দিনের ম্যাচের প্রথম দিন বিসিবি একাদশকে ভুগিয়েছে ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার জাফর আনসারী। তার দ্বিতীয় স্পেলে (৮-০-২৬-৩) ভুগেছে বিসিবি একাদশ। তবে ইংল্যান্ড বোলারদের খেলা কঠিন নয়, নিজে ব্যাটিংয়ে উপলদ্ধি করেছেন। বাংলাদেশ দলকেও দিয়েছেন অভয়। দলকে একটা বার্তাও দিয়েছেন মজিদÑ ‘ওদের (ইংল্যান্ড) স্পিনাররা হুমকি হবে, তা ভাবা ঠিক নয়। ওরা একটা জায়গায় বোলিং করেছে। মাঝে মাঝে কিছু টার্ন ছিল। এ কারণে একটু সুবিধা পেয়েছে। আশা করছি টেস্টে তেমন কিছু হবে না। একটা পরিকল্পনা যখন সফল হবে না, তখন তারা অন্য পরিকল্পনায় বোলিং করবে। আমার বিশ্বাস আমাদের ব্যাটসম্যানরা তাদের বোলিংয়ের বিপক্ষে সফল হবে।’
জানেন এই ম্যাচে নির্বাচক এবং কোচের চোখ ছিল যাদের উপরে, তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজকে ব্যাটিং করতে হয়নি। সৌম্য ওপেনিংয়ে করেছেন হতাশ (৪), মোসাদ্দেক ৪৭ এবং সোহান করেছেন ৩৯ রান। তবে এই চারজনের মধ্যে মোসাদ্দেক ছাড়া বাকি তিনজন চট্টগ্রাম টেস্টের দলে পেয়েছেন জায়গা। ৬ বছর আগে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তিনদিনের ম্যাচে সেঞ্চুরি করেও টেস্ট খেলতে পারেননি রকিবুল হাসান। টি-২০ বিশ্বকাপ দলে তাকে বিবেচনা না করায় টীম বাসে উঠে অভিমানে অবসরের ঘোষণা দিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছিলেন জামালপুরের ওই ছেলেটি। এবার ২ দিনের ম্যাচে ময়মনসিংহের ছেলেটির সেঞ্চুরিও গেল বিফলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন