শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

৩০ ডিসেম্বরের মধ্যে ট্যানারি স্থানান্তর না করলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে যে সকল ট্যানারি সাভারে স্থানান্তার না করবে পহেলা জানুয়ারি থেকে ওই সকল ট্যানারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হবে। রোববার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী আরো বলেন, মালামাল পরিবহন ও অন্যান্য কিছু সমস্যার কারণে ট্যানারি কারখানা সরাতে দেরি হয়ে গেছে। তবে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে সকল ট্যানারি সাভারের স্থান্তার করা হবে। ইতোমধ্যে চামড়া শিল্পনগরীতে সকল ট্যানারি স্থানান্তরে মালিকরাও একমত হয়েছেন বলে জানান মন্ত্রী। শিল্পমন্ত্রী বলেন, যেসব কারখানা এখনো কাজ শুরু করেনি, তাদের চুক্তি বাতিল করে দেওয়া হবে। পরে মন্ত্রী চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন। এসময় মন্ত্রীর সাথে শিল্পসচিব মোশারফ হোসেন ভুইয়াসহ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন (বিসিক) এর কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন