প্রিমিয়ার ফুটবলে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এক ম্যাচ হাতে রেখেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এম.এ. আজিজ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ এ ম্যাচে ব্রাদার্স ২-০ গোলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতিকে হারিয়ে এই মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গোলদাতা হচ্ছে রুমন ও সাজ্জাদ। ব্রাদার্সের মানিক ও চট্টগ্রাম বন্দরের গোলরক্ষক রাজীব লাল কার্ড পেয়েছে। দু’দলের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি রেফরির নিম্নমানের খেলা পরিচালনায় দ্বিতীয়ার্ধে ২২ মিনিট খেলা বন্ধ ছিল। পরে কর্মকর্তাদের হস্তক্ষেপে খেলা শুরু হয়। রেফরির পক্ষপাতমূলক খেলা পরিচালনার কারণে খেলোয়াড়দের মধ্যে ফাউলের প্রবণতা দেখা যায়। এমন এ বিগ ম্যাচটিতে রেফরির পক্ষপাতমূলক খেলা পরিচালনা অনেক সময় ম্যাচের অপমৃত্যু হয়। ভাগ্য ভালো কর্মকর্তাদের হস্তক্ষেপে ম্যাচটি অপমৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। ব্রাদার্স ৮ খেলা শেষে ২২ পয়েন্ট পেয়েছে। অপরদিকে চট্টগ্রাম বন্দর সমসংখ্যক খেলা শেষে পেয়েছে ১৪ পয়েন্ট। তাদের রানার্সআপ শিরোপা পেতে হলে কোয়ালিটি স্পোর্টস ক্লাবের সাথে শেষ ম্যাচটিতে জিততেই হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন