শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পদত্যাগ করলেন ডিএসইর সিআরও

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) শওকত জাহান খান পদত্যাগ করেছেন। গত ৩ অক্টোবর চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারীর পদত্যাগের এক মাস পর ডিএসইর সিআরও পদত্যাগ করলেন। তবে নিয়ম অনুযায়ী জানুয়ারি থেকে তার পদত্যাগপত্র গৃহীত হবে। গত মঙ্গলবার বিষয়টি জানান ডিএসইর চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, সিআরও শওকত জাহান খান ডিসির কাছে পদত্যাগ পত্র দাখিল করেছেন।
শওকত জাহান খান (এফসিএমএ) ডিএসইর সিআরও হিসেবে যোগদান করেন গত ১ সেপ্টেম্বর। যোগদানের মাত্র দুই মাস পর তিনি পদত্যাগ করলেন। উল্লেখ্য, ২০২০ সালের ৫ জানুয়ারিতে অসুস্থতার কারণে একেএম জিয়াউল হাসান সিআরও থেকে পদত্যাগ করেন। এরপর থেকে এই পদটি শূন্য হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন