শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জাতীয় দলের টিম ডিরেক্টর সুজন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর পদে খালেদ মাহমুদকে নিয়োগ দিচ্ছে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর তার হাতে বাংলাদেশ দলের দায়িত্ব তুলে দিয়েছে ক্রিকেট বোর্ড। বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন দায়িত্বে কোচ, অধিনায়কের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সদস্য হিসেবে থাকবেন মাহমুদ। এর আগেও জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেছেন তিনি। তখন তার দায়িত্ব ছিল সীমিত। এবার মাহমুদকে বাড়তি দায়িত্ব দিয়েই টিম ডিরেক্টর করেছে বিসিবি।
দল নির্বাচন, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্রিকেটীয় সিদ্ধান্তেও মাহমুদ তার মতামত দিতে পারবেন। বিসিবি পরিচালক জালাল ইউনুস এ ব্যাপারে বলেছেন, ‘টিম ডিরেক্টর দল নির্বাচনে থাকে। অধিনায়ক, কোচের সঙ্গে তিনিও ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে থাকবেন।’
আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই কাজে যোগ দেওয়ার কথা মাহমুদের। আগামী ১৬ নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। সিরিজের জন্য ১২ নভেম্বর থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। সেদিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন মাহমুদ। তার আগে পাকিস্তান সিরিজে ডাক পেতে পারে এমন বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করার কথা সাবেক এই অধিনায়কের।
এর মধ্যেই বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে এসেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও লিটন দাস সংযুক্ত আরব আমিরাতে কিছুদিন কাটিয়ে দেশে ফিরবেন। জাতীয় দলের কোচরা আমিরাত থেকেই যে যার মতো দেশে ফিরে গেছেন। এক সপ্তাহ ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন প্রত্যেকেই

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন