পুঠিয়ায় মাদক সেবনের দায়ে শাহজাহান আলী (৪৩) নামের এক ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত শাহাজাহান আলী উপজেলার বেলপুকুুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া গ্রামের মৃত মুনছের আলীর ছেলে। রবিবার দুপুর ১টায় উপজেলার বাঁশপুকুরিয়া এলাকা থেকে মাদক সেবনের দায়ে তাকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও তার সহযোগিরা উক্ত এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান আলীকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে খবর পেয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাস পিএএ ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় মাদক সেবনের দায়ে শাহজাহান আলীকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাস পিএএ ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে দন্ডপ্রাপ্ত শাহাজান আলীকে জেলাহাজতে প্রেরণ করা হয়।#
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন